ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ০৭:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উম্মে হাবিবা (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার জাহানপুর এলাকায় জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর দুর্বৃত্তদের শাস্তির দাবিতে জাহানপুর এস, সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর ও স্থানীয়রা এর আয়োজন করে।
হাবিবা জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শেখপাড়া গ্রামের হাফেজ মো. হাসান আলীর একমাত্র মেয়ে। পরিবারে এক ছেলে ও মেয়ের মধ্যে তিনি ছিলেন বড়। মেধাবী শিক্ষার্থী হাবিবা ২০২৫ সালে জাহানপুর এস, সি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচ এসসি প্রথমবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় ও বন্ধু-বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৭ জানুয়ারি (শনিবার) পড়াশোনা শেষ করে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে হাবিবা। এরপর ওইদিন দিবাগত রাতে ইটের প্রাচীর টপকিয়ে কয়েকজন দুষ্কৃতকারী টিনশেডের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এরপর পাশে থাকা একটি টিউবওয়েল থেকে হাতল খুলে ঘরের ভেতরে ঢুকে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত বিবস্ত্র অবস্থায় রেখে হাবিবার বব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রাচীরের পাশে ভুট্টা ক্ষেতের কাদামাটিতে তিন থেকে চারজন মানুষের পায়ের ছাপ দেখা গেছে বলে জানানো হয়।
রোববার সকালে গুরুতর আহত অবস্থায় হাবিবাকে স্থানীয়দের সহযোগিতায় জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কলেজের কয়েকটি ছেলে হাবিবাকে ডিস্টার্ব করতো বলে সময়ের আলোকে জানায় তার পরিবার।
মানববন্ধনে আগত বক্তারা হাবিবার মৃত্যুর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।
মানববন্ধনের এক পর্যায়ে অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে জাহানপুর থেকে মঙ্গলবাড়ী বাজার হয়ে, মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণ করতে দেখা যায়
দুপুরের দিকে জেলা এডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপস) জয়ব্রত পাল, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামসহ ধামইরহাট থানার আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সহপাঠী রিফা আক্তার জানান, হাবিবা স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থী ছিল। বন্ধু হিসেবে ছিল মিশুক। তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। অপরাধীদের আইনের আওতায় না আনা হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।
এবিষয়ে জেলা এডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপস) জয়ব্রত পাল জানান, হাবিবার মৃত্যুর বিষয়ে আমি সরজমিনে তদন্তে এসেছি। আমাদের টিম সরজমিনে তদন্ত করছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।