ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ০৭:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


 যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।।জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবকের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।‌ বুধবার (২১ জানুয়ারি) ওই যুবকে জামালপুর আদালত পাঠানো হয়।‌

 

গ্রেপ্তার যুবকের নাম আনোয়ার (৩০) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী এলাকার মৃত নায়েব আলীর পুত্র। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার যমুনার চরের কুলকান্দি ইউনিয়নের জিগাতলা আনন্দ বাজার নামে এলাকায় থেকে আটক করে এলাকাবাসী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বেলগাছা-কুলকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর পশ্চিম তীরে আনন্দ বাজার এলাকায় একটি দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে ওই যুবকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাকে যমুনার পূর্ব তীরে কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে চেয়ারম্যান আনিছুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।

 

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাতে আনোয়ারকে সেখান থেকে ইসলামপুর থানায় সোপর্দ করে। পরে সুমন খন্দকার নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘বাজারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয়রা কুলকান্দি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করলে সেনাবাহিনীর একটি দল তাকে থানায় নিয়ে যায়।

 

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, তাকে আদালতে পাঠানো হয়। তাকে প্রথম যারা আটক করেছিল তাদের একজন সুমন খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 


   আরও সংবাদ