স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬ ১৮:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে বড় এক অনিশ্চয়তা। চলমান অচলাবস্থা নিরসনে বিসিবিকে মাত্র একদিন বা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত এই সময়ের মধ্যে বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে না পারলে বা আইসিসির শর্তে রাজি না হলে, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
জানা গেছে, আজ আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তবে তাদের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিসিবিকে শেষবারের মতো এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সাম্প্রতিক আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিবি ভারতে দল না পাঠানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হলে সংস্থাটি তাদের অনড় অবস্থানের কথা জানায়।
আইসিসি স্পষ্ট করেছে যে, কোনো একটি দেশের কারণে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের সূচি বা প্রস্তুতিতে তারা বিঘ্ন ঘটাতে দেবে না।
বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট বোর্ডের হাতে সীমাবদ্ধ নেই। ভারতের মাটিতে দল পাঠানোর স্পর্শকাতর এই বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের সাথে জরুরি আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল আইসিসিকে ইতিবাচক সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।