ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।

বুধবার (২১ জানুয়ারি) ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন।

বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন।

এদেরই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

 

এদিকে আইনি জটিলতায় পাবনা ১ ও পাবনা-২ আসনে প্রার্থী চুড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরো বাড়বে।


   আরও সংবাদ