ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শামীমা-রাসেল আবার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ ১৫:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


 শামীমা-রাসেল আবার গ্রেপ্তার

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য রয়েছে।

এসব পরোয়ানার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 


ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের নামে প্রায় তিনশ’ গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের নামে শতাধিক পরোয়ানা রয়েছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

 


   আরও সংবাদ