স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার
সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)২০২৫-এর প্রভাব পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে। টুর্নামেন্টের রানার্স-আপ হয়েও ইতিহাসে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মরক্কো। অন্যদিকে, শিরোপাজয়ী সেনেগালও বড় লাফ দিয়ে র্যাংকিংয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে।
রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হারলেও ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে মরক্কো।
এটিই দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। এর আগে ১৯৯৮ সালে তারা ১০ম স্থানে পৌঁছেছিল। উল্লেখ্য, ফাইনালের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন ব্রাহিম দিয়াজ, যা মরক্কোকে শিরোপা জয়ের সুযোগ থেকে বঞ্চিত করে।
তিন আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে সেনেগাল সাত ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছে।
এর আগে তাদের সেরা র্যাংকিং ছিল ১৭তম (২০২৪ সালে)। সেনেগালের এই জয় ও ধারাবাহিক সাফল্য তাদের বিশ্ব ফুটবলের এলিট দলগুলোর কাতারে নিয়ে গেছে।
টুর্নামেন্টে ব্রোঞ্জ জয়ী নাইজেরিয়া ৭৯.০৯ পয়েন্ট অর্জন করে ১২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে। ক্যামেরুনও ১২ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে অবস্থান করছে।
সেমিফাইনালিস্ট মিশর চার ধাপ এগিয়ে ৩১তম এবং আলজেরিয়া ২৮তম স্থানে রয়েছে।
তবে টুর্নামেন্টে ব্যর্থতার গ্লানি টানতে হচ্ছে গ্যাবন ও ইকুয়েটোরিয়াল গিনিকে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে গাবন ৪৪.৯৭ পয়েন্ট হারিয়ে ৮৬তম স্থানে নেমে গেছে। আর ১০ ধাপ পিছিয়ে ১০৭তম স্থানে নেমে যাওয়া ইকুয়েটোরিয়াল গিনি এবার র্যাংকিংয়ে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে।
বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষ সাত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর পর্যায়ক্রমে ফ্রান্স (৩য়), ইংল্যান্ড (৪র্থ), ব্রাজিল (৫ম), পর্তুগাল (৬ষ্ঠ) এবং নেদারল্যান্ডস (৭ম) অবস্থান করছে।