ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফিনালিসিমার মঞ্চে মেসি-ইয়ামাল দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


 ফিনালিসিমার মঞ্চে মেসি-ইয়ামাল দ্বৈরথ

সেই চিরচেনা লুসাইল স্টেডিয়াম, যেখানে তিন বছর আগে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও সেই ঐতিহাসিক মঞ্চে ফিরছে ফুটবল রোমাঞ্চ। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই ‘ফিনালিসিমা’ ম্যাচটি ঘিরেই কাতার আয়োজন করতে যাচ্ছে এক বিশাল ফুটবল উৎসব।

 

২০২৬ কাতার লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) জানিয়েছে, আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশটিতে ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। ফিফার অফিসিয়াল উইন্ডোর মধ্যে আয়োজিত এই উৎসবে মোট ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ও স্পেন ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর ও সার্বিয়া।

আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচগুলো হওয়ায় প্রতিটি দলই তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে।

ফলে ফুটবল ভক্তরা একই মঞ্চে দেখতে পাবেন লিওনেল মেসি, বর্তমান ফুটবলের বিস্ময় বালক লামিন ইয়ামাল, মিসরীয় কিংবদন্তি মোহাম্মদ সালাহ এবং সার্বিয়ার গোলমেশিন আলেকসান্দার মিত্রোভিচকে।

 

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। এরপর ৩১ মার্চ দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক কাতার। এছাড়া ৩০ মার্চ লড়বে স্পেন ও মিসর।

এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি জানান, ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর জন্য এটি প্রস্তুতির সেরা সুযোগ এবং বিশ্বমানের ফুটবল অভিজ্ঞতা দেওয়ার কাতারি অঙ্গীকারের প্রতিফলন।

 

ফুটবল প্রেমীদের জন্য টিকিটের প্রাথমিক তথ্যও প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সাধারণ টিকিট বিক্রি শুরু হবে। তবে আন্তর্জাতিক সমর্থকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকেই।


   আরও সংবাদ