ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি মঙ্গলবারের (২০ জানুয়ারি) কার্য তালিকার ৪৭ নং ক্রমিকে রয়েছে।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।
সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন।ঃ