ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সম্পাদক সোহেল মিয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সম্পাদক সোহেল মিয়া

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে শহরের পলাশগড় এলাকায় জামালপুর পোল্ট্রি এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে প্রধান উপদেষ্টা, রাজু আহমেদ কে সভাপতি ও সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচন কমিটির সদস্য সচিব মাহবুব আলম। 

 

নবগঠিত কমিটিতে সহ সভাপতি ফরিদ উদ্দিন, খন্দকার আসাদুজ্জামান, আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিদুৎ, ফারহাদ আলী, জহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জুসেকুল ইসলামসহ জামালপুর জেলার সকল পোল্ট্রি ব্যবসারীদের নিয়ে মোট ১৫১ জন বিশিষ্টি কমিটি ঘোষণা করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কমিটির সদস্য সচিব মাহবুব আলম, মোস্তাফিজ রহমান লেবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রান্তিক খামারীদের ন্যায্য মূল্য নিশ্চিত, কর্পোরেট সিত্তিকেট নিয়ন্ত্রন। সহজ শর্তে ঋণ প্রদান ও সরকারী সহায়তায় খামারিদের ভর্তুকি প্রদান। তথ্য ও গবেষনায় প্রান্তিক খামারীদের সুরক্ষা। ফিড, বাচ্চা ও মেডিসিনের দাম নিয়ন্ত্রনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 


   আরও সংবাদ