নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬ ১৬:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৯ বার
নিজস্ব প্রতিবেদন: সোনালী জুটস মিলস উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্ণর্মিলনী আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই পূর্ণর্মিলনীতে ১৯৯০ থেকে ২০১৫ ব্যাচ পর্যন্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন পর একই প্রাঙ্গণে একত্রিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক বিভিন্ন আয়োজন।

প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান এবং বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোকে ঘিরে বিশেষ আয়োজনও রাখা হয়েছে। আয়োজক কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই পূর্ণর্মিলনী সোনালী জুটস মিলস উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এত বড় পরিসরে পূর্ণর্মিলনীর আয়োজন করা হচ্ছে, যা ভবিষ্যতে নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।