স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দেননি। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অবশেষে তিনি চিঠির জবাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।
কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হলেও তখন তিনি কোনো জবাব দেননি। এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্যসহ নানা বিষয়ে আরও কিছু মন্তব্য করেন তিনি, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর জেরে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন।
এ পরিস্থিতিতে বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়।
বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটাররা তাদের অনড় অবস্থান থেকে কিছুটা সরে আসেন।
এরপর শর্তসাপেক্ষে ক্রিকেটে ফেরেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন ক্রিকেটার। তাদের শর্ত ছিল, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এর মধ্যেই ১৫ জানুয়ারি সকালে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।
পরে সময় পেরিয়ে যাওয়ার একদিন পর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে তিনি চিঠির জবাব দিয়েছেন। তবে সেই চিঠিতে তিনি কী লিখেছেন, তা এখনও জানা যায়নি।