ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা কিউআর কোড স্ক্যান না করে ব্যালট পেপার ফেরত পাঠালে সংশ্লিষ্ট ভোট বাতিল করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করার পর ভোটারের ঠিকানায় ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে ইসি। ভোট দেওয়ার পর কিউআর কোড স্ক্যান করে ব্যালট ফেরত পাঠাতে হবে। অন্যথায় ব্যালট বাতিল করা হবে।
এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় এক লাখ ১৫ হাজার প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।