ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। তারা দুজনই এ বিষয়ে রিট দায়ের করেন।

 

ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর ঢাকা পোস্টকে বলেন, নারী ও পুরুষ ফুটবলারদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলাররা বছরে ৫০/৬০ লাখ টাকা বেতন পান। অথচ নারী ফুটবলাররা বছরে মাত্র ৬ থেকে ৭ লাখ টাকা বেতন পান। নারী ফুটবলারদের নিয়মিত বেতনও দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই, নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।

 

এসব বৈষম্য চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করেছি। আদালত রুল জারি করেছেন- বলেন ব্যারিস্টার সুমাইয়া।


   আরও সংবাদ