ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০ বার


তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং (ভোট মহড়া) বা ভোট মহড়া পরিদর্শন শেষে এ আশা প্রকাশ করেন সিইসি।

সিইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করবো। 

 

নাসির উদ্দিন জানান, নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

 

তিনি আরও জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল 'হ্যাঁ' বা 'না'-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্তেই নির্ধারিত হয়েছে। 

এখন থেকে এ নিয়ে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।


   আরও সংবাদ