ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজীপুর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


গাজীপুর

গাজীপুর
লায়ন মোঃ গনি মিয়া বাবুল 
 
রত্নগর্ভা গাজীপুর 
গর্বে ভরা ইতিহাস, 
শাল গজারীতে ভরপুর 
ভাওয়াল রাজার প্রীতিচাষ। 
 
বনরুপা গাজীপুর 
শান্ত পরিবেশের, 
হতে পারে কৃষ্টি আলো 
স্বপ্ন জনগণের। 
 
দলাদলির ঊর্ধ্বে থেকে 
চলতে সবাই একসাথে, 
সকল দ্বন্দ্ব দূরে ঠেলে 
কেউ যাবো না সংঘাতে। 
 
গাজীপুরে জন্ম আমার 
কৃতজ্ঞতা বারবার, 
পরস্পর বিবাদ নয় 
সফলতা আসবে নিশ্চয়। 
 
লেখক পরিচিতি: 
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক) 
ই-মেইল : [email protected]
ফোন : ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
 


   আরও সংবাদ