ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তামাক কোম্পানির অপতৎপরতা রুখতে আইন শক্তিশালী করা জরুরি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


তামাক কোম্পানির অপতৎপরতা রুখতে আইন শক্তিশালী করা জরুরি

বিদ্যমান তামাক নিয়ণ্ত্রণ আইনের দূর্বলতার সুযোগ নিয়ে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো নিত্যনতুন কৌশলে তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াবিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে তামাকের কর বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়াকে বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করছে। গবেষণায় দেখা গেছেবিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গেও বেপরোয়া বহুজাতিক তামাক কোম্পানিগুলো। তাইকার্যকর তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইনকে শক্তিশালী করা জরুরি।

 

আজ ২৬ নভেম্বর ২০২৫সকালে জাতীয় প্রেস ক্লাবের “তফাজ্জল হোসেন মানিক মিয়া” হলে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “আইনের সীমাবদ্ধতা: সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি” শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আলোচকগণ এ অভিমত ব্যক্ত করেন। এতে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করা হয়। তামাক কোম্পানির হস্তক্ষেপের তথ্য তুলে বিষয়ে বিগত তিন মাস অনুসন্ধান করেন ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনার প্রতিনিধি মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা এবং সারাবাংলা ডটনেট এর সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন। প্রতিবেদনে তরূনদেরকে সিগারেটে আসক্ত করতে সিগারেট কোম্পানিগুলোর আইন লংঘন এবং নীতিতে হস্তক্ষেপের তথ্য উঠে এসেছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শক্তিশালী করার আহবান জানানো হয়।

 

বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর বিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাক বিরোধী জোট ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ । অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী এবং নীতি বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম তাহিনএইড ফাউন্ডেশন প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, টিসিআরসি এর সদস্য সচিব মো. বজলুর রহমান। এছাড়াও বক্তব্য প্রদান করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের ম্যানেজার (তামাক নিয়ন্ত্রণ) ফাহমিদা ইসলাম, নাটাব এর প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত , ডাস্ এর সিনিয়র  প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন, বিইআর এর সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল এবং অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে মুক্ত আলোচনাপর্বে বক্তারা গণমাধ্যমকর্মীগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

 

অনুসন্ধানে দেখা যায়তরুণদেরকে আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো সকল মূল্যস্তরেই বিভিন্ন ফ্লেভারের সিগারেট বাজারে এনেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতেসাধারণ সিগারেটের মতোই এই ফ্লেভারযুক্ত সিগারেট শ্বাসতন্ত্রের ক্যান্সারের একটি বড় কারণ। এই সিগারেটে ব্যবহৃত সিনথেটিক মেনথল ফুসফুসের অ্যালার্জিটনসিল ফোলাসহ দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়। এছাড়াএসকল সিগারেটে ব্যবহৃত আপেলস্ট্রবেরি ও চকলেট স্বাদের সুগন্ধি শীতল অনুভূতি জাগানোর কারণে আরও গভীরভাবে শ্বাস নিতে উৎসাহিত করে। ফলে শরীরে বিষাক্ত রাসায়নিক ও আলকাতরা বেশি পরিমাণে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে নারীদের মধ্যে এই সিগারেটের জনপ্রীয়তা বাড়ছে যা খুবই উদ্বেগজনক। প্রতিবেদনের সুপারিশে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার প্রক্রিয়ায় ফ্লেভার সিগারেটকে সম্পূর্ণভাবে নিষিদ্ধের বিধান যুক্ত করা জরুরি বলে অবহিত করা হয়।

 

অপর প্রতিবেদনে উঠে আসেবিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন প্রক্রিয়া দৃর্বল হওয়ায় বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো শিক্ষার্থী ও তরুণদের টার্গেট করে চটকদার বিজ্ঞাপন প্রচার করছে। দেখা যায়২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত৩৪ মাসে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে খুলনায় মাত্র ৫০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং জরিমানা করা হয়েছে মাত্র ৬১ জনকে। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ মাসে ৮০১ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে দুর্বলতানিয়মিত অভিযান পরিচালিত না হওয়া  আকর্ষণীয় প্যাকেজিংসহজলভ্যতা এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তরুণদেরকে ধূমপানে আকৃষ্ট করে তুলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বা শিক্ষার্থীরা বেশি যাতায়াত করে এমন জায়গাগুলোতে গোপনে প্রচারণা চালাচ্ছেযা অপ্রাপ্তবয়ষ্কদেরকে ধূমপানের প্রতি কৌতুহলী করে তুলছে। তামাক কোম্পানিগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গড়ে তোলা হচ্ছে তামাকজাত দ্রব্য বিক্রির স্থান। এ প্রতিবেদনে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা নিয়মিতকরণজরিমানা ও শাস্তির বিধান নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্র নিষিদ্ধের বিধান আইনে সম্পৃক্ত করা জরুরি বলে অভিমত জানানো হয়।


   আরও সংবাদ