ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
আন্তর্জাতিক পেমেন্ট অপারেশনে অসাধারণ স্ট্রেইট-থ্রু-প্রসেসিং (এসটিপি)
পারফরম্যান্সের জন্য ব্র্যাক ব্যাংককে চারটি মর্যাদাপূর্ণ এলিট কোয়্যালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড দিয়েছে জেপি
মরগান চেজ ব্যাংক, এন.এ.।
বাংলাদেশের একমাত্র স্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক আমেরিকার অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যাংকের কাছ
থেকে একই বছরে এই সবগুলো স্বীকৃতি অর্জন করেছে, যা ব্যাংকটির জন্য এক অনন্য মাইলস্টোন।
জেপি মরগানের এই স্বীকৃতি আন্তর্জাতিক লেনদেনে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় দক্ষতা, নির্ভুলতা ও অটোমেশনের
প্রমাণ। ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো এবং কার্যকর অপারেশনাল নিয়ন্ত্রণের ফলে ব্যাংকটি
MT202 (USD Clearing)-তে ৯৯.৯৩%, MT103-তে ৯৯.৮৭%, MT202-তে ৯৯.৬০% এবং MT202 (Euro)-তে
৯৯.৬৬% এসটিপি রেট অর্জন করতে সক্ষম হয়েছে, যার ভিত্তিতে ব্যাংকটি ইউএসডি ও ইউরো— উভয় ক্যাটাগরিতে
এলিট ও স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
১৬ নভেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে জেপি মরগানের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব
পাবলিক সেক্টর কাভারেজ ফর এশিয়া প্যাসিফিক কার্ল ইয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও
তারেক রেফাত উল্লাহ খানের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেপি মরগানের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস
সাজ্জাদ আনাম, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল
সিএফএ এবং ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসটিপি বা স্ট্রেইট-থ্রু-প্রসেসিং হলো এমন একটি ডিজিটাল সিস্টেম, যেখানে পুরো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন শুরু
থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়। এর ফলে পেমেন্ট হয় আরও দ্রুত, নির্ভুল
ও সাশ্রয়ী, যা অপারেশনাল ঝুঁকিও হ্রাস করে।
জেপি মরগান চেজ ব্যাংক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক এবং বিশ্বের অন্যতম শীর্ষ ইউএস ডলার ক্লিয়ারার, যারা
১৯৯৭ সাল থেকে এই গ্লোবাল এসটিপি অ্যাওয়ার্ড দিয়ে আসছে।
এমন অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“জেপি মরগানের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমাদের অপারেশনাল দক্ষতা ও ডিজিটাল সক্ষমতার প্রমাণ। এসটিপি
পারফরম্যান্সে আমাদের নৈপুণ্য আমাদের ব্যাংকের প্রতি গ্লোবাল পার্টনারদের আস্থা আরও বৃদ্ধি করেছে।
গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন আন্তর্জাতিক পেমেন্ট সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
একটি প্রযুক্তিনির্ভর ব্যাংক হিসেবে দেশ-বিদেশে গ্রাহকদের বিশ্বমানের সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংক যে
সবসময় এক ধাপ এগিয়ে, এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড তারই প্রতিফলন।