ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
এম. এ. এ. বাদশাহ্ আলমগীর

সত্য ও ন্যায়ের পথে অপরাধচোখ২৪ দশ বছরে নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫ ১৯:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০ বার


সত্য ও ন্যায়ের পথে অপরাধচোখ২৪ দশ বছরে নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার

সংবিধানের প্রস্তাবনায় যে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও স্বাধীনতার অঙ্গীকার উচ্চারিত হয়েছে অপরাধচোখ২৪.কম গত দশ বছরে সেই অঙ্গীকারের ব্যাখ্যাকারক এক নির্ভীক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সংবাদপত্র গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার চতুর্ স্তম্ভ; তাই এর প্রতিটি প্রতিবেদন জনগণের আদালতে উপস্থাপিত একেকটি প্রামাণ্য নথি। এই নথি যেন সত্য, নিরপেক্ষতা ও আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দাঁড়ায়—সেই দায়িত্ব প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে পালন করেছে প্রশংসনীয় পেশাদারিত্বের সাথে।

আইনের ভাষায়, সত্যই হলো সর্বোচ্চ প্রমাণমূলক উপাদান, আর স্বাধীন সাংবাদিকতা সেই সত্যকে জনসমক্ষে উপস্থাপনের বৈধ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া। দুর্নীতি, অনিয়ম, মানবাধিকার লঙ্ঘন বা অপরাধ যে বিষয়ই হোক, সংবাদমাধ্যমের দায়িত্ব হল যথাযথ তথ্য, যথাযথ যাচাই এবং যথাযথ উপস্থাপন। অপরাধচোখ২৪.কম এই তিনটি নীতিমালা কঠোর পেশাগত সততার সঙ্গে অনুসরণ করেছে। বর্তমান বিশ্বে তথ্য যেমন শক্তি, তেমনি অপব্যবহারে তা বিপজ্জনক; সেখানে দায়িত্বশীল সাংবাদিকতা আইনশৃঙ্খলা ও সামাজিক ন্যায়বিচারের এক অপরিহার্য সহায়ক শক্তি।


এই প্রেক্ষাপটে আমি দৃঢ়ভাবে বলছি সত্যের প্রতি প্রতিষ্ঠানের অটল অবস্থান এবং আইনের প্রতি গভীর আনুগত্যই অপরাধচোখ২৪.কম—কে একটি বিশ্বাসযোগ্য ও ন্যায়নিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ন্যায়বিচারের শেকড় যত গভীরই হোক সত্য, নীতি ও আইনের শাসনের সম্মিলিত প্রয়াসই শেষপর্যন্ত সমাজকে আলোকিত করে। অপরাধচোখ২৪.কম—এর দশ বছর সেই আলোর পথচলার দৃঢ় দলিল।


   আরও সংবাদ