ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সর্বকালের সেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৮ বার


সর্বকালের সেরা একাদশে সাকিব

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বিশেষজ্ঞদের ভোটে গড়া এই দলে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান।

আগামী কাল ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। আসর শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াতে এই প্রতীকী একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো।  

 

ঘোষিত দলে ভারত থেকে সর্বাধিক চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুজন, আর বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওপেনার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনকে। একাদশের তিন নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  

ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে সমান কার্যকরী এই অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে মূল ভরসা হিসেবে। সাকিবের পর আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। আফগানিস্তানের রশিদ খান আছেন আট নম্বরে।  

পেস আক্রমণে রাখা হয়েছে পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং শ্রীলঙ্কার ইয়র্কার মাস্টার লাসিথ মালিঙ্গাকে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল।  


   আরও সংবাদ