ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৫ ১৬:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৬ বার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নির্বাচনে ভোট করতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ।
তাহলে দলের নেতাকর্মীরা ভোট করতে পারবে কি না? এমন প্রশ্নের জবাব তিনি না দিতে চাইলেও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।