ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫ ১৮:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫২ বার
ঢাকা: রাজধানীর উত্তরায় বিধ্বস্ত প্রশিক্ষণ প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
পাইলট তৌকিরের বন্ধু অ্যাক্টিভিস্ট সাঈদ আবদুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, দুর্ঘটনার পরপরই তৌকিরকে সিএমএইচে নেওয়ার সময় তিনি বেঁচেছিলেন। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেল চিরতরে।
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন।