ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দখলদার-চাঁদাবাজদের বয়কট করতে হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬ ১৭:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


দখলদার-চাঁদাবাজদের বয়কট করতে হবে

পঞ্চগড় থেকে: আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা কিন্তু রাতের বেলা মাদকের লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদেরকে বয়কট করতে আহ্বান করেছেন সারজিস আলম। 

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি।

২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে, আমরা সামনে এগিয়ে যাব নাকি আবারও পেছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব নাকি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। 

 

২৪ এর স্লোগান দেন সারজিস আলম, গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দশ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান করেন সারজিস আলম। 


   আরও সংবাদ