ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫২৭ জন ওসি বদলি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


৫২৭ জন ওসি বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথমবারের মত লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এ.এইচ.এম. সাহাদাত হোসেন মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মহানগর ছাড়া দেশের ৬৪ জেলার সব থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি আদেশও জারি করা হয়েছে।

সাহাদাত হোসেন আরও বলেন, এই নজিরবিহীন পদক্ষেপের লক্ষ্য নির্বাচনের সময় নিরপেক্ষতা নিশ্চিত ও দায়িত্ব সঠিকভাবে পালন এবং স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ইউনিট প্রধানদের সুপারিশের ভিত্তিতে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়। যাচাইকৃত সেই তালিকা থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। 

এসব বদলির মধ্যে রয়েছে—ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ জন ওসি, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ জন এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ জন।

এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একইভাবে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছিল। 


   আরও সংবাদ