ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে জামালপুরে চারজনকে কারাদন্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে জামালপুরে চারজনকে কারাদন্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। 

জামালপুরের পৃথক অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

 

জানাগেছে, গত কয়েকদিন ধরে ইসলাসপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় বেকু মেশিন দিয়ে অবৈধ খনন করে বালু ও মাটি বিক্রি করা হচ্ছিল।

 

এতে ফসল জমির টপ সয়েলসহ নানা ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় স্থানীয় সচেতন এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট অবৈধ মাটি বিক্রি কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রবিবার বিকালে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে বলিয়াদহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।

 

এ সময় বালু ও মাটি উত্তোলনের ভেকু থেকে একটি ব্যাটারী জব্দ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আমজাদ হোসেনের পুত্র ফরহাদ হোসেন (৩০) ও হাফিজুর রহমান (২০)কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়ী সবুজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম(৪০) ৪৫ দিন  ও মিঠু  আহম্মেদ (৩৫) কে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনের দুই স্থানে আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং মেশিন ও অন্যান্য সামগ্রী অচল করে দেয়া হয়৷

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। 

 


   আরও সংবাদ