ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লাগেজ চুরির ঘটনায় আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫ ১৫:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


লাগেজ চুরির ঘটনায় আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তৎপরতায় যাত্রীবেশে সক্রিয় একটি লাগেজ চুরি চক্রের সদস্যকে আটক করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের ফলেই চক্রটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২৪ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকা থেকে জেদ্দাগামী যাত্রী মো. আরমানকে শাহজালাল বিমানবন্দরে এভসেক সদস্যরা আটক করেন। এর আগে ০৩ নভেম্বর ২০২৫ ইউএস-বাংলা এয়ারলাইন্সের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে তাকে নজরদারিতে রাখা হয়।

পরবর্তীতে আরমান হোসেনকে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়-০৩ নভেম্বর ২০২৫ সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৬) ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় নেমে ইমিগ্রেশন শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের বেল্ট নম্বর ২ থেকে অন্য যাত্রীর দুটি লাগেজ তিনি নিয়ে বের হয়ে যান। এরপর ০৯ নভেম্বর ২০২৫ তারিখে তিনি আবারও আরেকটি লাগেজ অন্য বেল্ট থেকে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবেশে লাগেজ চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে একই ধরনের কার্যক্রম চালিয়ে আসছিল, যা যাত্রী ভোগান্তি ও বিমানবন্দরের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল।

অবশেষে অপরাধ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত আরমান হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। আদালত প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ যাচাই করে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এভসেক সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব এবং গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহারের কারণেই চক্রটিকে শনাক্ত করতে পেরেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই সফলতা যাত্রী ও লাগেজ নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলেও জানায় বেবিচক।


   আরও সংবাদ