ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্যানার টাঙানো নিয়ে ২ পক্ষের মারামারি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৮ বার


ব্যানার টাঙানো নিয়ে ২ পক্ষের মারামারি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নতুন শিক্ষার্থীদের বরণের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র-শিবিরের মধ্যে মারামারি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

মারামারির খবর পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দুই ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের শান্ত করেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিতুমীর কলেজে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে শুভেচ্ছা জানিয়ে ছাত্রশিবির তিতুমীর কলেজের প্রধান গেটে একটি ব্যানার টাঙিয়ে রাখে। কিন্তু ছাত্রদলের দাবি ছিল ব্যানারটা তারা যেভাবে টাঙিয়েছে কলেজের গেটে থাকা লোগো সম্পূর্ণ ঢেকে যায়। এ কারণেই ছাত্রদলের তরফ থেকে বিষয়টি ছাত্র-শিবিরকে অবগত করার সময় তাদের মধ্যে তর্কাতর্কি একপর্যায় মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। তাৎক্ষণিকভাবে ছাত্রদের বিষয়গুলো তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে সরাসরি কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। এরপর ছাত্রশিবির একটি মিছিল নিয়ে মহাখালী ওয়্যারলেস পর্যন্ত গিয়ে শেষ করে দেয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছে।


   আরও সংবাদ