ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এরশাদের গণসংযোগে অস্ত্র ঠেকিয়ে গুলি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৭ বার


এরশাদের গণসংযোগে অস্ত্র ঠেকিয়ে গুলি

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের কাঁধে অস্ত্র ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদের’ বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


   আরও সংবাদ