ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবু সাঈদ হত্যা সাক্ষ্যগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৬ বার


আবু সাঈদ হত্যা সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এই মামলায় অভিযুক্ত ৩০ জনের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে কারাগারে আছেন।

বাকি ২৪ জন এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য সরকার চারজন আইনজীবী নিয়োগ দিয়েছে।

এর আগে, গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

গত ২৪ জুন তদন্ত সংস্থা এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে মোট ৬২ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।  


   আরও সংবাদ