ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২৫ ২০:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার


৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক

রাজধানীর সবুজবাগে মানিকনগর ক্রসিংয়ে রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক তিন ছিনতাইকারী হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১)।

 

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও তার টিমের সদস্যরা।

এ সময় রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

পরে আটক ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি তালেবুর রহমান।


   আরও সংবাদ